পিরোজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৮দফা দাবী

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনসহ ৮ দফা দাবিতে রোববার বিকালে পিরোজপুর শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ  মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

 

পিরোজপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ৮দফা দাবী

 

মানববন্ধনকালে এ সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা অবসানের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে বক্তারা সকল মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্ত এবং সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানান।

 

 

তারা সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াও অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন,  সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে দ্রুত সময়ের মধ্যে ফাউন্ডেশনে উন্নীত করার এবং এখন থেকে শারদীয় দুর্গাপূজায় ছুটি পাঁচদিন ঘোষণা করা তাদের অন্যতম দাবি বলে উল্লেখ করেন।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

কর্মসূচিতে পিরোজপুর জেলার  সভাপতি  বাবু জোতির্ময় হালদার বাবুল,সাধারণ সম্পাদক দিলীপ কুমার মাঝী, মহিলা ঐক্য পরিষদের আ্হবায়ক অপর্ণা হালদার, সদস্য সচিব ঝুমুর সাহা, ঐক্য পরিষদের  উপজেলা সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু ও ছাত্র ঐক্য পরিষদের জয়দেব চক্রবর্তী বক্তব্য রাখেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment