পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেলো কিশোরের

পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেলো কিশোরের,পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইটভাঙা মেশিন উল্টে রমজান মৃধা (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের সরোয়ার শেখের ছেলে।

 

পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেলো কিশোরের

 

পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেলো কিশোরের

প্রত্যক্ষদর্শী স্থানীয় টিটু ফকির জানান, ইটভাঙা মেশিনটি পিরোজপুরের সরদ উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিল। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আজিজুল শেখকে সদর হাসপাতালে পাঠানো হয়।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

রমজানের মামা শফিকুল শেখ জানান, ভাগিনা রমজান কলাখালীতে নানা বাড়িতে থাকতো। ওই দিন সকালে তারা ইট ভাঙতে মেশিন নিয়ে বের হয়। আমার ভাই আজিজুলও ইটভাঙার মেশিন নিয়ে যাচ্ছিল। পথে মেশিন উল্টে তারা আহত হম। রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জাগো নিউজকে বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পিরোজপুরে ইটভাঙা মেশিন উল্টে প্রাণ গেলো কিশোরের

 

আরও পড়ুন:

Leave a Comment