শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গণে অকল্পনীয় উন্নতি সাধন করেছেন ,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গণে যে উন্নতি সাধিত হয়েছে তা এক কথায় অকল্পনীয়।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্রীড়ামোদী ও ক্রীড়াবান্ধব সরকার। খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলার মাঠে ছুটে যান, পুরস্কৃত করেন।মন্ত্রী বৃহস্পতিবার পিরোজপুরে সরকারি- সোহরাওয়ার্দী কলেজ মাঠে ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শেখ হাসিনার সরকার ক্রীড়াঙ্গণে অকল্পনীয় উন্নতি সাধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মন্ত্রী বলেন, অস্বচ্ছল ক্রীড়া সংগঠক ও খেলোয়ারদের আর্থিকভাবে সহায়তা করছে আওয়ামী লীগ সরকার, যা অতীতে কোন সরকার করেনি। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গণে বাংলাদেশ এখন একটি সুপরিচিত দেশ এবং বাংলাদেশের খেলোয়াড়রা দেশের জন্য সুনাম বয়ে আনছেন প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে।কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ

জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।মন্ত্রী বলেন, দেশের প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে শিক্ষানুরাগী মানুষসহ সর্বমহলে প্রশংসিত হয়েছেন।

আরও পড়ুন: