মঠবাড়িয়ায় ঝাড়ুমিছিল শেষে বিএনপি নেতাদের কুশপুত্তলিকা পোড়ালেন দলীয় নেতা–কর্মীরা খবর দিয়ে শুরু করছি জেলা ভিত্তিক নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

মঠবাড়িয়ায় ঝাড়ুমিছিল শেষে বিএনপি নেতাদের কুশপুত্তলিকা পোড়ালেন দলীয় নেতা–কর্মীরা | সারা সপ্তাহের খবর
মঠবাড়িয়ায় ঝাড়ুমিছিল শেষে বিএনপি নেতাদের কুশপুত্তলিকা পোড়ালেন দলীয় নেতা–কর্মীরা
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির কেন্দ্রীয় এক নেতা ও জেলা বিএনপির দুই নেতার কুশপুত্তলিকা পুড়িয়েছেন দলীয় নেতা–কর্মীরা। অযোগ্য ও দলছুট ব্যক্তিদের দিয়ে উপজেলা এবং পৌর বিএনপির কমিটি গঠনের অভিযোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে ঝাড়ুমিছিল শেষে এসব কুশপুত্তলিকা পোড়ানো হয়।
নাজিরপুরে লামিয়া হত্যার বিচার চেয়ে মানববন্ধন
পিরোজপুরের নাজিরপুর উপজেলার চিথলিয়া গ্রামের কলেজছাত্রী লামিয়া আক্তারকে (১৮) হত্যার ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি–পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন। মঙ্গলবার বেলা একটা থেকে ঘণ্টাব্যাপী নাজিরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে এই কর্মসূচি হয়।
পিরোজপুরে বাস উল্টে দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাস উল্টে দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মিঠাখালী গ্রামের খান সাহেবের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী হলেন বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র। তাঁর বাড়ি উপজেলার আঙ্গুলকাটা গ্রামে। তিনি মঠবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবী ছিলেন।

চাচির দাফন শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় নারীর মৃত্যু, স্বামী ও মেয়ে আহত
পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই নারীর স্বামী ও শিশুসন্তান। আজ রোববার সকাল ১০টার দিকে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রামের পাইকবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে পরিবার কল্যাণ সহকারীর মৃত্যু
পিরোজপুরের ইন্দুরকানিতে বিদ্যুৎস্পৃষ্টে চামেলি রানী (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬মার্চ) রাতে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের উত্তর কল্যাণ গ্রামে এ ঘটনা ঘটে। চামেলি রানী একই এলাকার মৃত জীবন সিকদারের স্ত্রী। তিনি উপজেলা পরিবার কল্যাণ সহকারী হিসাবে ওই এলাকায় কর্মরত ছিলেন।
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালো বশেমুরবিপ্রবিপি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)।

ছেলের সমাবর্তন শেষে স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফিরলেন স্ত্রী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইমা পরিবহনের বাস উল্টে উপজেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অবিনাশ চন্দ্র মিত্র (৬৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার স্ত্রী আহত হন। সোমবার (২০ মার্চ) ভোররাতে তুষখালী-মঠবাড়িয়া সড়কের খান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ছেলের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান শেষে স্ত্রীকে নিয়ে ইমা পরিবহনের বাসে করে বাড়ি ফিরছিলেন তিনি।
আরও দেখুনঃ