পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ – পিরোজপুরে ৪ কেজি গাঁজাসহ ওমর ফারুক খান (২৭ ) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পিরোজপুরে মাদকমুক্ত অভিযানে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

 

গ্রেপ্তারকৃত ওমর ফারুক খান (২৭) জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের হাবিবুর রহমান খানের ছেলে। এ তথ্য নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুকিত হাসান খান জানান, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক মো. তরিকুল ইসলাম জানান, নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার এলাকার সড়ক থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুক খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের দিকনির্দেশনায় পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া অভিযানে গ্রেপ্তার ওমর ফারুক খানের নামে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আরও দেখুনঃ

Leave a Comment