পিরোজপুরে সেতুর পাটাতন ভেঙে আটকে পড়েছে রডবোঝাই ট্রাক যান চলাচল বন্ধ

পিরোজপুরে সেতুর পাটাতন ভেঙে আটকে পড়েছে রডবোঝাই ট্রাক যান চলাচল বন্ধ,পিরোজপুরের মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের মোল্লারহাট বাজারসংলগ্ন বেইলি সেতুর পাটাতন ভেঙে রডবোঝাই একটি ট্রাক আটকে পড়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ট্রাকটি সেতু দিয়ে পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনার পর পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা, পিরোজপুর ও মঠবাড়িয়ায় সড়ক পথে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

 

পিরোজপুরে সেতুর পাটাতন ভেঙে আটকে পড়েছে রডবোঝাই ট্রাক যান চলাচল বন্ধ

 

পিরোজপুরে সেতুর পাটাতন ভেঙে আটকে পড়েছে রডবোঝাই ট্রাক যান চলাচল বন্ধ

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ সকালে ঢাকা থেকে একটি রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৪৪৯২) মঠবাড়িয়া শহরে পৌঁছায়। ট্রাকটি শহরের মধ্যে ঘোরাতে না পারায় দুই কিলোমিটার দূরে মোল্লারহাট এলাকায় ঘোরাতে নিয়ে যান চালক। সকাল ১০টার দিকে ট্রাকটি মোল্লারহাট বেইলি সেতু পার হওয়ার সময় সেতুর পাটাতনের প্লেট ভেঙে যায়। এতে সেতুর ভাঙা প্লেটের মধ্যে ট্রাকের চাকা আটকে পড়ে। এর পর থেকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে চলাচল করা কয়েক শ

যান সেতুর দুই প্রান্তে আটকে পড়ে। পরে বিকল্প পথে যানগুলো গন্তব্যে যায়।মোল্লারহাট বাজারের ব্যবসায়ীরা জানান, ২৫ বছর আগে নির্মিত সেতুটি কয়েক বছর ধরে জরাজীর্ণ হয়ে পড়েছে। এরপর বিভিন্ন সময় পাটাতন জোড়াতালি দিয়ে যান চলাচল করছে। সেতুটি দিয়ে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা আছে। এরপরও রডবোঝাই ভারী ট্রাক সেতুতে ওঠায় এ দুর্ঘটনা ঘটে।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

স্থানীয় ইজিবাইক চালক আল আমিন প্রথম আলোকে বলেন, বেইলি সেতুর পাটাতনের প্লেট ভেঙে চাকা আটকে পড়ায় দু-এক দিনে সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে না। এর ফলে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে। বিকল্প পথে তাঁদের চলাচল করতে হচ্ছে।পাথরঘাটা থেকে ঢাকাগামী বনফুল পরিবহনের সুপারভাইজার কবির হোসেন বলেন, সেতুর দুই পাশে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন ওঠা নিষেধ লেখা রয়েছে। রডসহ ৪০ টন

পিরোজপুরে সেতুর পাটাতন ভেঙে আটকে পড়েছে রডবোঝাই ট্রাক যান চলাচল বন্ধ

 

ওজনের ট্রাকটি সেতুতে ওঠার কারণে পাটাতনের প্লেট ভেঙে যায়।সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, রডবোঝাই ট্রাকটি অপসারণ করে সেতুটি মেরামত করতে হবে। তাঁরা দ্রুত কাজ শুরু করবেন। সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় আছে। প্রতি মাসেই তাঁদের সেতুটি মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হচ্ছে। বেইলি সেতুর স্থলে গার্ডার সেতু নির্মাণের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আরও পড়ুন: