খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু | সারা সপ্তাহের খবর

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যুর খবর দিয়ে শুরু করছি পিরোজপুর জেলা নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু | সারা সপ্তাহের খবর

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু | সারা সপ্তাহের খবর

 

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। বুধবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম ইকড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তারা হলো- ওই এলাকার গণির ছেলে হাসিবুল মোল্লা (১২) এবং তেলিখালী ইউনিয়নের এসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)।

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজা পাওয়া সাইদুল সরদার সদর উপজেলার কদমতল ইউনিয়নের বাসিন্দা। একই সঙ্গে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

পিরোজপুরে ‘চোর’ ধরে গণপিটুনি

পিরোজপুরের সদর উপজেলার বাদুরা গ্রামে গণপিটুনিতে কবির মৃধা (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে চোর সন্দেহে তাঁকে গণপিটুনি দেয় এলাকাবাসী। শুক্রবার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত কবির মৃধা বাদুরা গ্রামের মৃত কাদের মৃধার ছেলে। পুলিশ ও স্থানীয় লোকজনের দাবি, কবির মৃধা এর আগেও চুরির সঙ্গে জড়িত ছিলেন।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

সঠিক দাম পান না পিরোজপুরের বাঙ্গি চাষিরা

অল্প সময়ে অধিক লাভবান হওয়ায় পিরোজপুরের চরাঞ্চলের হেক্টরের পর হেক্টর জমিতে চাষ হচ্ছে গ্রীষ্মকালীন সুস্বাদু ফল বাঙ্গি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং ফলন ভালো হওয়ায় অধিক লাভের আশায় বুক বেধেছেন পিরোজপুরের চাষিরা। এছাড়া কৃষি বিভাগ বলছে ভালো ফলনসহ যেকোনো বিষয়ে চাষিদের সার্বিক সহযোগিতা করা হবে। তবে যাতায়াত সমস্যায় সঠিক দাম পান না পিরোজপুরের বাঙ্গি চাষিরা। 

পিরোজপুরে বর্ষার আগেই ভাঙন আতঙ্কে নদী পাড়ের হাজারো মানুষ

ছোট বড় প্রায় এ কডজন নদী নিয়ে পিরোজপুর জেলা গঠিত। এসব নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে লোকালয় হাট বাজার ও শিল্প-কারখানা। ফলে এ জেলার অর্থনীতিতে যেমন নদীর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা, ঠিক তেমনি বর্ষা মৌসুমে এর বিরূপ প্রভাবও পড়ে অর্থনীতিসহ সার্বিক জীবনযাত্রায়।

ছাত্রলীগের ইফতার বিতরণী অনুষ্ঠানে ডিবি পুলিশকে কুপিয়ে জখম

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যার পরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। আহতরা হলেন, পিরোজপুর জেলা ডিবির (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন (৪৫), পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০), উপজেলা ছাত্রলীগকর্মী রাব্বী ব্যাপারী (২০)।

বাড়ির পাশের বাগানে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

পিরোজপুরে কিশোরী ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশে ইলিশের উৎপাদন বেড়েছে: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনায় ও একান্ত প্রচেষ্টায় দেশে ইলিশের উৎপাদন বেড়েছে। দেশ আজ মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ। তিনি বলেন, দেশের মাছ বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশকি মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।

 

খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু | সারা সপ্তাহের খবর

 

চুরি করতে গিয়ে গৃহস্থের সঙ্গে ধস্তাধস্তি, পিটুনিতে মৃত্যু

পিরোজপুর সদর উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে কবির মৃধা (৩৭) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) ভোরে উপজেলার বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। কবির একই গ্রামের কাদের মৃধার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ছয়টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।

আরও দেখুনঃ

১ thought on “খালে গোসলে নেমে মামা-ভাগনের মৃত্যু | সারা সপ্তাহের খবর”

Leave a Comment