পিরোজপুর জেলার কৃষি

আমাদের আজকের আলোচনার বিষয় পিরোজপুর জেলার কৃষি, পিরোজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

পিরোজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের থেকে আলাদা করেছে।

 

পিরোজপুর জেলার কৃষি
কবি আহসান হাবিব এর বাড়ি – পিরোজপুর জেলা

 

পিরোজপুর জেলার কৃষি:-

শ্রেণীভুক্ত কৃষক
অশ্রেণীভুক্ত ২২৪৫২ জন
ভূমিহীন ১১১৮ জন
প্রান্তিক ১৪৬৪১ জন
ক্ষুদ্র ১৮৫২৮ জন
মাঝারী ২৫৩৬ জন
বড় ১০৩২ জন
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

পিরোজপুর জেলার কৃষি
কুড়িয়ানা পেয়ারা বাজার – পিরোজপুর জেলা

 

1 thought on “পিরোজপুর জেলার কৃষি”

Leave a Comment