পিরোজপুর জেলার উপজেলা

আমাদের আজকের আলোচনার বিষয় পিরোজপুর জেলার উপজেলা, পিরোজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

পিরোজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের থেকে আলাদা করেছে।

 

পিরোজপুর জেলার উপজেলা
কবি আহসান হাবিব এর বাড়ি – পিরোজপুর জেলা

 

পিরোজপুর জেলার উপজেলা:-

ইন্দুরকানী

ইন্দুরকানী উপজেলা বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার একটি উপজেলা। ইন্দুরকানী উপজেলা পিরোজপুর জেলার সদর উপজেলার সাথে একীভূত ছিল। ৪ দলীয় জোট সরকারের আমলে ২০০২ সালের ২৭ মার্চ প্রশাসনিক পুনর্গঠন ও সংস্কারের জন্য জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)৮৭ তম বৈঠকে পিরোজপুরের ইন্দুরকানী থানাকে “জিয়ানগর” উপজেলা নামে নাম করণের প্রস্তাব আনা হয়।

এরপর ২০০২ সালের ১৭ এপ্রিল তৎকালীন রাষ্ট্রপতির আদেশক্রমে পিরোজপুর সদর উপজেলার পত্তাশী, পাড়েরহাট ও বালিপাড়া এ ৩টি ইউনিয়নের ৯৪.৬০ বর্গ কি.মি. আয়তন নিয়ে জিয়ানগর উপজেলা নামে একটি নতুন প্রশাসনিক উপজেলা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এই আদেশের বলে ২০০২ সালের ২১ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থানীয় জনগনের দাবির প্রেক্ষিতে ইন্দুরকানী সফর করে ইন্দুরকানী কলেজ মাঠে এক জনসভায় ইন্দুরকানী থানাকে জিয়ানগর উপজেলা নামে উদ্বোধন করেন।

কাউখালী

কাউখালী উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তর ও পশ্চিমে নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা, পূর্বে রাজাপুর উপজেলা ও ঝালকাঠি সদর উপজেলা, দক্ষিণে ভান্ডারিয়া উপজেলা এবং দক্ষিণ পশ্চিমে পিরোজপুর সদর উপজেলা অবস্থিত।

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাজিরপুর

নাজিরপুর উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। উত্তরে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা, দক্ষিণে পিরোজপুর সদর উপজেলা ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলা, পূর্বে নেছারাবাদ উপজেলা ও বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা, পশ্চিমে বাগেরহাট জেলার কচুয়া উপজেলা ও চিতলমারী উপজেলা।

নেছারাবাদ

নেছারাবাদ (স্বরূপকাঠি) বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। উত্তরে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলা, দক্ষিণে ঝালকাঠি সদর উপজেলা, কাউখালী উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা, পূর্বে ঝালকাঠি সদর উপজেলা, পশ্চিমে নাজিরপুর উপজেলা ও পিরোজপুর সদর উপজেলা।

পিরোজপুর সদর

পিরোজপুর সদর উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি প্রশাসনিক এলাকা। পিরোজপুর সদর উপজেলা চারিদিকে পিরোজপুর জেলার উত্তরে নাজিরপুর উপজেলা ও নেছারাবাদ উপজেলা, দক্ষিণে ইন্দুরকানী উপজেলা ও ভান্ডারিয়া উপজেলা, পূর্বে নেছারাবাদ উপজেলা, কাউখালী উপজেলা ও ভান্ডারিয়া উপজেলা, পশ্চিমে মোড়েলগঞ্জ উপজেলা ও বাগেরহাট জেলার কচুয়া উপজেলা।

 

পিরোজপুর জেলার উপজেলা
পারেড়হাট জমিদার বাড়ি – পিরোজপুর জেলা

 

ভাণ্ডারিয়া

ভান্ডারিয়া উপজেলা বাংলাদেশের পিরোজপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। ভান্ডারিয়া থানা গঠিত হয়েছিল ১৯১২ সালে এবং এটিকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালের ১৫ এপ্রিল।

মঠবাড়িয়া

মঠবাড়িয়া, বাংলাদেশের পিরোজপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। মঠবাড়িয়া উপজেলার আয়তন: ৩৫৩.২৫ বর্গ কিমি। অবস্থান: ২২°০৯´ থেকে ২২°২৪´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫২´ থেকে ৯০°০৩´ পূর্ব দ্রাঘিমাংশ। এ উপজেলার উত্তরে পিরোজপুর সদর উপজেলা ও ভান্ডারিয়া উপজেলা, দক্ষিণে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা, পূর্বে ইন্দুরকানী উপজেলা ও বরগুনা জেলার বামনা উপজেলা, পশ্চিমে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা ও বলেশ্বর নদ।

আরও পড়ুূনঃ

১ thought on “পিরোজপুর জেলার উপজেলা”

Leave a Comment