পিরোজপুর উপজেলার ইউনিয়ন

আমাদের আজকের আলোচনার বিষয় পিরোজপুর উপজেলার ইউনিয়ন, পিরোজপুর জেলা বাংলাদেশের ৮টি বিভাগের মধ্যে বরিশাল বিভাগের অন্তর্গত ।

পিরোজপুর জেলা সর্ম্পকে কিছু তথ্যঃ-

পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা, পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের থেকে আলাদা করেছে।

 

পিরোজপুর উপজেলার ইউনিয়ন
পারেড়হাট জমিদার বাড়ি – পিরোজপুর জেলা

 

পিরোজপুর উপজেলার ইউনিয়ন:-

ভান্ডারিয়া উপজেলা
মোট ইউনিয়নঃ ৭টি
১। ভিটাবাড়িয়া
২। নদমুলা-শিয়ালকাঠী
৩। তেলিখালী
৪। ইকড়ী
৫। ধাওয়া
৬। ভান্ডারিয়া
৭। গৌরীপুর

 

কাউখালী উপজেলা
মোট ইউনিয়নঃ ৫টি
১। সয়নারঘুনাথপুর
২। আমরাঝুড়ি
৩। কাউখালী
৪। চিড়াপাড়া
৫। শিয়ালকাঠী

 

মঠবাড়িয়া উপজেলা
মোট ইউনিয়নঃ ১১টি
১।তুষখালী
২। ধানীসাফা
৩। মিরুখালী
৪। দাউদখালী
৫। মঠবাড়ীয়া
৬। টিকিকাটা
৭। বেতমোররাজপাড়া
৮। আমড়াগাছিয়া
৯। শাপলেজা
১০। হালতাগুলিশাখালী
১১। বাড়মাছুয়া

 

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

নাজিরপুর উপজেলা
মোট ইউনিয়নঃ ৯টি
১। মটিভাংগা
২। মালিখালী
৩। দেউলবাড়ী
৪। দীর্ঘা
৫। শাখারীকাঠী
৬। নাজিরপুর
৭। সেখমাটিয়া
৮। শ্রীরামকাটি
৯। কলারদোয়ানিয়া

 

পিরোজপুর সদর উপজেলা
মোট ইউনিয়নঃ ৭টি
১। সিকদার মল্লিক
২। কদমতলা
৩। দুর্গাপুর
৪। কলাখালী
৫। টোনা
৬। শরিকতলা
৭। শংকর পাশা

 

পিরোজপুর উপজেলার ইউনিয়ন
কবি আহসান হাবিব এর বাড়ি – পিরোজপুর জেলা

 

নেছারাবাদ উপজেলা
মোট ইউনিয়নঃ ১০টি
১। বলদিয়া
২। সোহাগদল
৩। স্বরুপকাঠী
৪। আটঘরকুড়িয়ানা
৫। জলাবাড়ী
৬। দৈহারি
৭। গুয়ারেখা
৮। সমুদয়কাঠী
৯। শুটিয়াকাঠী
১০। সারেংকাঠী

 

ইন্দুরকানী উপজেলা
মোট ইউনিয়নঃ ৫টি (২ টি নব গঠিত)
১। পাড়েরহাট
২। পত্তাশী
৩। বালিপাড়া
৪। ইন্দুরকানী সদর
৫। চণ্ডিপুর

 

আরও পড়ূনঃ

1 thought on “পিরোজপুর উপজেলার ইউনিয়ন”

Leave a Comment