পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত,পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় মাহামুদুল হাসান (৩০) নামে এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।মঙ্গলবার (০২ মে) সকালে পিরোজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাদ্রাসাশিক্ষক নাজিরপুর উপজেলার- দেউলবাড়ী গ্রামের মাওলানা শামসুল হকের ছেলে। তিনি একটি কওমী মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

 

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত

স্বজনরা জানায়, মাদ্রাসা থেকে বই কেনার জন্য মোটরসাইকেলে গোপালগঞ্জ রওনা হন তিনি। নাজিরপুর উপজেলার নতুন রাস্তা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলে একই মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আলী হোসেনও
google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

গুরুতর আহত হন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আলী রেজা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত
আরও পড়ুন :

১ thought on “পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাশিক্ষক নিহত”

Leave a Comment