পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. রুহুল আমিনকে দলীয় পদ থেকে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে দেড় ঘণ্টাব্যাপী উপজেলা সদরের তুষখালী সড়কে এ কর্মসূচি পালিত হয়। শহরের হাইস্কুল সড়কের বেইলি সেতু থেকে উপজেলা পরিষদ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে দলের তৃণমূলের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।

 

পিরোজপুরে উপজেলা বিএনপির আহ্বায়ককে বহিষ্কারের প্রতিবাদে মানববন্ধন

মানববন্ধন শেষে বিএনপি নেতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুল ইসলাম, বিএনপি নেতা খলিলুর রহমান খন্দকার, দুলাল সরদার, রিপন মাতুব্বর প্রমুখ।

বক্তারা বলেন, রুহুল আমিন দলের ত্যাগী নেতা। তিনি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতি করেন। দলের দুঃসময়ে তিনি মামলা–হামলার শিকার হয়েছেন। কারাভোগ করেছেন। অথচ প্রতিপক্ষের করা পাতানো একটি সংবাদের জের ধরে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ওই প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে করা অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য ছিল না। দলকে ধ্বংস করার জন্য একটি মহল জনপ্রিয় নেতাদের বহিষ্কার করে যাচ্ছেন। আমরা রুহুল আমিনের বহিষ্কার প্রত্যাহার চাই।

 

 

মঠবাড়িয়া পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খলিফা বলেন, রুহুল আমিনের বহিষ্কার প্রত্যাহারের দাবিতে আগামীকাল শনিবার অবস্থান কর্মসূচি ও মৌন মিছিলের কর্মসূচি দেওয়া হয়েছে। তৃণমূলের নেতারা তাঁর বহিষ্কার প্রত্যাহারের দাবিতে দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানাবেন।

বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে রুহুল আমিন বলেন, ‘আমার বিরুদ্ধে একটি অনলাইন সংবাদমাধ্যম মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এর প্রতিবাদ দিতে ওই পত্রিকা অফিসে গেলে তারা হুমকির অভিযোগ করে ভিডিও প্রচার করে। কোনো হুমকি দিলে তা সিসি টিভি ফুটেজে থাকবে। কিন্তু ওই ভিডিওতে তা দেখাতে পারেনি। একটি মহলের প্ররোচনায় তারা এ ভিডিও প্রচার করেছে।’

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে মঠবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়কের পদসহ সব পর্যায়ের পদ থেকে রুহুল আমিনকে বহিষ্কার করা হলো। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রুহুল আমিন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন।

 

আরও দেখুনঃ

Leave a Comment