ঢাকায় অপহৃত স্কুলছাত্রী পিরোজপুর থেকে উদ্ধার, অপহরণকারীকে গ্রেপ্তার

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী ফারদিন হাওলাদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

ঢাকায় অপহৃত স্কুলছাত্রী পিরোজপুর থেকে উদ্ধার, অপহরণকারীকে গ্রেপ্তার

 

সোমবার রাত ৮টার দিকে পিরোজপুর সদর উপজেলার হুলারহাট বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপহরণকারী ফারদিন হাওলাদার পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠী গ্রামের ওয়ারেস হাওলাদারের ছেলে।

 

 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মুকিত হাসান খাঁন জানান, গত ২ সেপ্টেম্বর পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঢাকার মিরপুরের পল্লবী এলাকার মায়ের বাসা থেকে অপহৃত হয়।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

এ ঘটনায় মেয়ের মা ফারজানা ইসলাম ঢাকা থেকে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে মেয়েকে অভিযোগ দিলে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তথ্য প্রযুক্তির মাধ্যমে সোমবার রাতে পিরোজপুরের হুলারহাট থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্কুলছাত্রী ও আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

 

আরও দেখুনঃ

Leave a Comment