নাজিরপুরে এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির টাকা ছিনতাইয়ের অভিযোগ,পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কিস্তির টাকা তুলতে যাওয়া এক এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নারিকেলবাড়ি গ্রামের ঘরামী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ির বাসিন্দা নির্মল ঘরামীকে (৪০) আটক করেছে পুলিশ।ওই এনজিও কর্মীর নাম মঞ্জুর হোসেন। তিনি রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) নাজিরপুর উপজেলার মাঠকর্মী হিসেবে কর্মরত। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

নাজিরপুরে এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির টাকা ছিনতাইয়ের অভিযোগ
পুলিশ ও সংস্থাটির উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকালে মঞ্জুর হোসেন কিস্তির টাকা তোলার জন্য নাজিরপুর উপজেলার নারিকেলবাড়ি গ্রামে যান। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ঘরামী বাড়িতে কিস্তির টাকা তোলার সময়ে ওই বাড়ির বাসিন্দা নির্মল ঘরামী (৪০) ধারালো অস্ত্র দিয়ে হঠাৎ তাঁর ওপর হামলা করেন। হামলায় ওই এনজিও কর্মীর হাত, মুখ ও বুকে গুরুতর জখম হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার
জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দীপান্বিতা দেবনাথ বলেন, মঞ্জুর হোসেনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।বেসরকারি সংস্থা রিকের নাজিরপুর উপজেলা শাখার ব্যবস্থাপক মো. সোহেল সরদার বলেন

, মঞ্জুর কিস্তির টাকা তোলার জন্য নারিকেলবাড়ি গ্রামে গিয়েছিলেন। তিনি কিস্তি তোলার সময়ে হঠাৎ নির্মল ঘরামী নামের এক ব্যক্তি তাঁকে কুপিয়ে ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান। ধারণা করা হচ্ছে, টাকা ছিনতাইয়ের জন্য মঞ্জুর হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় তাঁরা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঞ্জুরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, কিস্তির টাকা তোলার
সময় মঞ্জুরকে কুপিয়ে জখম করার অভিযোগে নির্মল ঘরামী নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

আরও পড়ুন:
১ thought on “নাজিরপুরে এনজিও কর্মীকে কুপিয়ে কিস্তির টাকা ছিনতাইয়ের অভিযোগ”